ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪
Sharenews24

সোমবার MACD ইন্ডিকেটরে বাই সিগনাল ৯ কোম্পানির

২০২৪ জানুয়ারি ২২ ১৮:৩৯:৫১
সোমবার MACD ইন্ডিকেটরে বাই সিগনাল ৯ কোম্পানির

হায়দার আলী : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২২ জানুয়ারি) MACD বা ম্যাকডি ইন্ডিকেটরে ৯টি কোম্পানির শেয়ারে বাই সিগনাল দিয়েছে। স্টকনাও সূত্রে বাই সিগনালের এই তথ্য জানা গেছে।

বাই সিগনালের কোম্পানিগুলো হলো-বেঙ্গল উইন্ডশোর, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, ফাইন ফুডস, যমুনা ব্যাংক, মেঘনা সিমেন্ট, ন্যাশনাল ফিড মিল, ওয়াইম্যাক্স, পাইওনিয়ার ইন্সুরেন্স ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ। তবে বিডি থাই অ্যালুমিনিয়ামও বাই সিগনাল দিয়েছে। তবে এটির প্রাইস নেগেটিভ হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ডিএসই-তে আজ বেঙ্গল উইন্ডশোর শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ৯১ হাজার ৮২১টি, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১ লাখ ৯২ হাজার ৬৮৮টি, ফাইন ফুডসের ২ লাখ ৮৩ হাজার ৪৯৭টি, যমুনা ব্যাংকের ৪ লাখ ১৯ হাজার ৩৯৮টি, মেঘনা সিমেন্টের ২ লাখ ৮৪ হাজার ৩৯৯টি, ন্যাশনাল ফিড মিলের ৫ লাখ ৩৩ হাজার ৩৬৪টি, ওয়াইম্যাক্সের ২ লাখ ৫৮ হাজার ৭৩টি, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৯১ হাজার ৩০০টি এবং সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ১ লাখ ১৫ হাজার ৭৫০টি শেয়ার।

(বিশেষভাবে লক্ষণীয় :MACD ইন্ডিকেটর সব সময় সফল হয় না। সুতরাং বিনিয়োগকারীদের বিচার-বিশ্লেষণ করেই শেয়ার কেনা-বেচা করতে হবে।)

প্রসঙ্গত, MACD ইন্ডিকেটর অনুযায়ি বাই সিগনালের জন্য তিনটি ইন্ডিকেটর পজিটিভ হতে হয়। যেগুলো হলো-

১. সিগন্যাল লাইন ক্রস ওভারঃ কোম্পানিগুলোর দ্রুতগতির লাইন (সবুজ) ধীরগতির সিগন্যাল লাইনকে (লাল) নিচ থেকে উপরে ক্রস করছে।

২. জিরো লাইন ক্রস ওভারঃ কোম্পানিগুলোর দ্রুত গতির লাইন জিরো লাইনকে ক্রস করছে।

৩. সেন্টারলাইন ক্রস ওভারঃ কোম্পানিগুলোর হিস্টোগ্রাম লাইন নিচ থেকে বুলিশ লাইনে উঠার সিগনাল দিয়েছে।

এছাড়া, কোম্পানিগুলোর আরএসআই পজিশনও পজিটেভ। কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইন্ডশোরের আরএসআই ৫৫.০৮, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫২.৩১, ফাইন ফুডসের ৬১.৩৩, যমুনা ব্যাংকের ৬৪.২২, মেঘনা সিমেন্টের ৬১.৭৪, ন্যাশনাল ফিড মিলের ৫১.৮৭, ওয়াইম্যাক্সের ৪৯.২৬, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৫২.৪৬ ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ৫২.২৪।

-----------------------------------------------------

MACD বা ম্যাকডি ইন্ডিকেটর আসলে কি?

টেকনিক্যাল এনালাইসিসে এমএসিডি বা ম্যাকডি (Moving Average Convergence-Divergence or MACD) একটি অন্যতম প্রধান ও জনপ্রিয় ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরে মুভিং এভারেজ ব্যবহার করা হয়। সূচক বা কোনো শেয়ার নতুন করে বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ডে প্রবেশ করার সময় অথবা ট্রেন্ডের কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে তা MACD বা ম্যাকডি’র মাধ্যমে জানা যায়। MACD ইন্ডিকেটরের সেটিংসে সাধারণত তিনটি সংখ্যা বিশেষভাবে লক্ষ্য করা হয়-

• প্রথমটি হল সময়ের দ্রুততম মুভিং এভারেজ;

• দ্বিতয়টি হল সময়ের ধীর গতির মুভিং এভারেজ;

• তৃতীয়টি হল একটি বার চার্ট বা Histogram যেটি দ্রুত এবং ধীর গতির মুভিং এভারেজের পার্থক্য।

উদাহরনস্বরূপ, যদি আপনার মুভিং এভারেজ টুলে “12, 26, 9” সেটিংস দেয়া থাকে, তাহলে-

• 12 বঝাবে, বিগত ১২ বার এর দ্রুততম (Faster) মুভিং এভারেজ।

• 26 বুঝাবে, বিগত ২৬ বার এর ধীর গতির (Slower) মুভিং এভারেজ।

• 9 বুঝাবে, বিগত ৯ বার এর Fast এবং Slow মুভিংএভারেজের পার্থক্য।

এটি একটি ভার্টিকাল লাইন দিয়ে তৈরি করা হয়, যাকে হিস্টোগ্রাম (Histogram)বলা হয়। (নিচের চিত্রের লাইনগুলো)

‍MACD এর প্রধান তিনটি লাইন হলো-

‍১. জিরো লাইন

২. MACD বা ম্যাকডি লাইন

৩. সিগন্যাল লাইন

হিস্টোগ্রাম সহজে দ্রুতগতির এবং ধীরগতির মুভিং এভারেজের পার্থক্য এঁকে দেখায়। আমরা যদি আসল চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যখন দুটি মুভিং এভারেজ আলাদা হয়ে যায়, তখন হিস্টোগ্রাম বড় হতে থাকে। এটাকে বলা হয় Divergence, তার কারণ দ্রুতগতির মুভিং এভারেজ ধীরগতির মুভিং এভারেজের থেকে দূরে সরে যেতে থাকে।

আর যখন মুভিং এভারেজ দুটি পরস্পর কাছাকাছি চলে আসে, তখন হিস্টোগ্রাম ছোট হতে থাকে। এটাকে বলে Convergence, কারণ দ্রুতগতির মুভিং এভারেজ ধীরগতির মুভিং এভারেজের কাছাকাছি চলে আসে।

মূলত এটাই হচ্ছে Moving Average Convergence Divergence বা সংক্ষেপে MACD। তবে MACD হল একটি ল্যাগিং ইন্ডিকেটর। যা ঘটনা ঘটার পর সংকেত প্রদান করে থাকে।

MACD ক্রস ওভারের সময় দুটি ক্রস ওভার দেখা যায়ঃ

১. সিগন্যাল লাইন ক্রস ওভারঃ যখন দ্রুতগতির লাইনটি দ্বিতীয় ধীরগতির সিগন্যাল লাইনকে উপর থেকে বা নিচ থেকে ক্রস করে।

২. জিরো লাইন ক্রস ওভারঃ যখন দ্রুত গতির লাইনটি জিরো লাইনের উপরে বা নিচে ক্রস করে

দ্রুতগতির লাইনটি যখন ধীরগতির লাইনকে ক্রস করে উপরে উঠবে তখন সেটাকে বাই সিগন্যাল এবং উপর থেকে নিচে ক্রস করলে সেটাকে সেল সিগন্যাল হিসেবে গন্য করা হয়ে থাকে।

MACD এর বুলিশ সিগন্যাল বোঝার তিনটি উপাদান হল-

১. পজিটিভ ডাইভারজেন্স

২. বুলিশ মুভিং এভারেজ ক্রস ওভার

৩. বুলিশ সেন্টারলাইন ক্রস ওভার

MACD এর বেয়ারিশ সিগন্যাল বোঝার তিনটি উপাদান হল-

১. নেগেটিভ ডাইভারজেন্স

২. বেয়ারিশ মুভিং এভারেজ ক্রস ওভার

৩. বেয়ারিশ সেন্টারলাইন ক্রস ওভার।

হায়দার আলী,

টেকনিক্যাল অ্যানালিস্ট,

এসটিএস স্টক ট্রেড সিক্রেটস

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে