ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪
Sharenews24

হাইডেলবার্গ সিমেন্ট : মুনাফার ৩১ শতাংশ পাবে বিনিয়োগকারীরা

২০২৪ মার্চ ০৯ ১৯:১৭:০৫
হাইডেলবার্গ সিমেন্ট : মুনাফার ৩১ শতাংশ পাবে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ৩১ শতাংশ দিবে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের ব্যবসায় হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারপ্রতি ৮ টাকা ১৩ পয়সা হিসেবে ৪৫ কোটি ৯৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড হিসেবে শেয়ারপ্রতি ২ টাকা ৫০ পয়সা করে মোট ১৪ কোটি ১৩ লাখ টাকা বা মুনাফার ৩০.৭৬ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। মুনাফার বাকি ৩১ কোটি ৮১ লাখ টাকা বা ৬৯.২৪ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এর আগের বছর হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ ২৩ কোটি ৩৪ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪ টাকা ১৩ পয়সা লোকসানের বিপরীতে ১০ শতাংশ হিসেবে ৫ কোটি ৬৫ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২৯৭ শতাংশ মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের বছরের ৪ টাকা ১৩ পয়সার শেয়ারপ্রতি লোকসানের বিপরীতে ২০২৩ সালে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮ টাকা ১৩ পয়সা।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে