ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Sharenews24

অর্থ আত্মসাতের মামলা

ইউসিবি ব্যাংকের পাঁচ কর্মকর্তার নামে দুদকের চার্জশিট

২০২৪ মার্চ ২৬ ১৯:১২:৪৪
ইউসিবি ব্যাংকের পাঁচ কর্মকর্তার নামে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম আদালতে এই চার্জশিট জমা দেন। ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় এই আত্মসাতের ঘটনা ঘটেছে।

আসামিদের মধ্যে রয়েছেন- ইউসিবির নারায়ণগঞ্জ শাখার সাবেক সিনিয়র অফিসার মো. মাহবুবুল আলম (৩৭) বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার, সাবেক সিনিয়র অফিসার সমির কুমার ঘোষ (৪৯) বর্তমানে ইউসিবির মুন্সিগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার, সাবেক অফিসার দেওয়ান খাদিজা আক্তার (৪৩) বর্তমানে ইউসিবির চাষাঢ়া শাখার এক্সিকিউটিভ অফিসার, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন মো. সফিকুল ইসলাম (৬২)।

এছাড়া আরো আসামিদের মধ্যে আরো রয়েছেন, অবসরে এবং তদন্তে আগত আসামি সাবেক এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ হাসিবুর রহমান খান (৪৪) বর্তমানে ইউসিবির দনিয়া শাখার এফএভিপি ও শাখাপ্রধান।

শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে