ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪
Sharenews24

ব্রিটিশ রাজা চার্লস জনসমক্ষে দায়িত্বে ফিরছেন

২০২৪ এপ্রিল ২৭ ১০:৩৪:১৮
ব্রিটিশ রাজা চার্লস জনসমক্ষে দায়িত্বে ফিরছেন

প্রবাস ডেস্ক : ক্যান্সার ধরা পড়ার পর, ব্রিটেনের রাজা চার্লস সকল পাবলিক দায়িত্ব থেকে বিরত থাকেন।

তবে বাকিংহাম প্যালেস বলেছে যে রাজা চার্লস তার চিকিত্সার পর আগামী সপ্তাহে সমস্ত সরকারী দায়িত্ব পুনরায় শুরু করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে রাজা চার্লস একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে যাওয়া শুরু করবেন।

এছাড়াও তার গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফরও রয়েছে। যেখানে তিনি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন।

বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে ডাক্তাররা যথেষ্ট সন্তুষ্ট।

তার ক্যানসারের চিকিৎসা কতদিন স্থায়ী হবে এই বিষয়ে যদিও পরিষ্কার করে কিছু বলেনি ডাক্তাররা। তবে আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন।

২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর। তারপর ক্যানসার ধরা পড়েছিল গত ফেব্রুয়ারিতে।

তখন বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছিল, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

চার্লস গত জানুয়ারিতে হাসপাতালে তিন রাত কাটিয়েছেন। সেখানে তার প্রস্টেটের চিকিৎসা করা হয়। বাকিংহাম প্যালেস বলেছে যে হাসপাতালে থাকাকালীন তার অবস্থা সম্পর্কে অন্যান্য উদ্বেগ ছিল।

তবে সে সময় কী ধরনের ক্যান্সার হয়েছিল সে বিষয়ে তারা কিছু বলেননি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিবরণ প্রকাশ করেন না। তারা চিকিৎসা বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে