ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
Sharenews24

ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠি

২০২৪ এপ্রিল ১৬ ১৯:২৫:১৭
ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য বৈশ্বিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তিনি দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং দেশটির বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

কাৎজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘মিসাইল ও ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি, আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছি।’

তিনি বলেছেন, তিনি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন এবং অসংখ্য প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এখনই ইরানকে থামাতে হবে, অনেক দেরি হওয়ার আগে।’

মধ্যপ্রাচ্যে সংঘাতের বৃদ্ধি এড়াতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযম থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল বলেছে, তারা শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে জি৭ দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

শেয়ারনিউজ, ১৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে