ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪
Sharenews24

টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি

২০২৪ মে ০৪ ১০:৩৮:২৩
টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি

প্রবাস ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় টাকার বিনিময়ে আদালতে গার্মেন্টস কর্মীকে দিয়ে প্রক্সি দিয়েও রেহাই পাননি আলোচিত সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন মানিক। অবশেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (০২ মে) বিকেলে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. অনিমা দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২৮ এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর একদিন আগে ২৭ এপ্রিল সৌদি থেকে বাংলাদেশে ফেরেন এ আসামি।

কারাগারে থাকা আসামি ফরিদ উদ্দিন মানিক শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের মৃত আব্দুস ছালাম শেখের ছেলে।

গত বছরের ১৯ এপ্রিল একটি মারামারির মামলায় টাকার বিনিময়ে আসামি ফরিদ উদ্দিন মানিক সেজে আদালতে হাজিরা দেয় একই উপজেলার আল আমিন তালুকদার নামের এক গার্মেন্টসকর্মী।

তখন আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ জামিন প্রার্থনা না মঞ্জুর করে আল আমিন তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কিন্তু পরবর্তীতে প্রক্সির বিষয়টি জানাজানি হয় এবং প্রায় ৬ মাস কারাভোগের পরে উচ্চ আদালত থেকে জামিন পায় আল আমিন তালুকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মার্চ বেলা ১১টার দিকে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ও তার লোকজন রায়েন্দা এলাকায় বাদী আব্দুস সালাম ও তার ভাইদের জমি দখল করতে আসেন।

এ সময় বাধা দিলে ফরিদ উদ্দিন মানিকের লোকজন বাদী আব্দুস সালামের লোকজনের ওপর হামলা করে। পরবর্তীতে আব্দুস সালাম বাদী হয়ে শরণখোলা থানায় প্রবাসী ফরিদ উদ্দিন মানিকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় ওই বছরের ৩১ মে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে শরণখোলা থানা পুলিশ। পরবর্তীতে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ছাড়া অন্য আসামিরা আদালত থেকে জামিন নেয়। কিন্তু প্রবাসী ফরিদ উদ্দিন মানিক গোপনে সৌদি আরব পাড়ি জমান।

মামলার বাদী আব্দুস সালাম বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন, এজন্য আমরা খুশি।’

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. অনিমা দেবনাথ বলেন, ‘আসামি একজন প্রতারক। তিনি প্রবাসে থেকে টাকার বিনিময়ে আরেক জনকে দিয়ে আদালতে হাজিরা দিয়েছিলেন। এটা অনেক বড় অন্যায়। এখন তিনি আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। আশাকরি মামলার বাদী ন্যায় বিচার পাবে।’

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে