ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪
Sharenews24

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ০৫ ১৪:৫৮:৪৯
রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ২৫৯টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ।

আর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ৯.৯০ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৭.৭৮ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯.৪৯ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯.১৭ শতাংশ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৮.৮৯ শতাংশ।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে