ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪
Sharenews24

কাউন্সিলরের ১০ বছরের কারাদণ্ড

২০২৪ মে ০৮ ১৭:৩৯:৫৭
কাউন্সিলরের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান নোমানকে (৪২) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম অস্ত্র মামলায় এই রায় ঘোষণা করেন।

রাশেদুজ্জামান নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। তিনি নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: হযরত আলী জানান, ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় দায়ের করা অস্ত্র মামলায় বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে