ঢাকা, মঙ্গলবার, ২১ মে, ২০২৪
Sharenews24

রেকর্ড তাপমাত্রার দিনে তিন জেলায় স্বস্তির বৃষ্টি

২০২৪ এপ্রিল ৩০ ২০:১৪:৫১
রেকর্ড তাপমাত্রার দিনে তিন জেলায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ গত ২৯ বছরের মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রার স্বাক্ষী হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোরে ৪৩.৮০ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৪৩.৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা উঠেছে ৪৩.২০ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিকেলে নেত্রকোণা, মৌলভীবাজার এবং সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি।

মঙ্গলবার (বিকেল সোয়া ৫টায় সিলেট ও মৌলভীবাজারে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। তবে কিছু সময় পর সিলেটে মুষলধারে বৃষ্টি নামে। যা প্রায় ঘণ্টাব্যাপী চলে। আর নেত্রকোণার দুই উপজেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়।

মানুষ বলছে, সারা দেশে বয়ে যাওয়া দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ ফিরে পেয়েছে শান্তি। গত কয়েক দিন ধরে দাবদাহের মধ্যে সিলেটে একপশলা বৃষ্টি হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন বলেন, মঙ্গলবার বিকেলে ৬.৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।

শেয়ারবাজার, ৩০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে