ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
Sharenews24

ই-জেনারেশনের সোয়া ১৭ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা

২০২৪ মার্চ ০৮ ২১:৫০:৫৩
ই-জেনারেশনের সোয়া ১৭ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমেটেডের চার উদ্যোক্তা পরিচালক সাড়ে ১৭ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির চার উদ্যোক্তা পরিচালক তাদের উদ্যোক্তা শেয়ারের লক-ইন তিন বছরের মেয়াদ শেষ হওয়ার এক মাসের মাথায় কোম্পানিটির ৬.৩৭ শতাংশ শেয়ার বিক্রি করার ঘোষণা দিলেন।

উদ্যোক্তা পরিচালকদের মধ্যে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান সহ চারজন উদ্যোক্তা পরিচালক তাদের মোট শেয়ারের ২ কোটি ৮৩ লাখ বা ৩৭.৭৭ শতাংশ শেয়ারের মধ্যে প্রায় ৪৭ লাখ ৮২ লাখ শেয়ার বিক্রি করবেন। যা কোম্পানিটির মোট শেয়ারের ৫.৩৭ শতাংশ।

নিয়ম অনুসারে, শেয়ারবাজারে লেনদেনের তারিখ থেরক পরবর্তী তিন বছরের জন্য উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি করা যায় না। যাকে লক-ইন পিরিয়ড বলা হয়।

লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পর উদ্যোক্তা পরিচালকরা শেয়ার বিক্রি করতে পারবেন। তবে শেয়ার বিক্রির আগে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা দিতে হয়।

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ই-জেনারেশনের শেয়ার লেনদেন শুরু করে। সে হিসাবে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লক-ইন ফ্রি হয়ে যায়।

বর্তমানে কোম্পানিটির ৩৭.৭৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। বাকি ৬২.২৩ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। উদ্যোক্তা পরিচালকদের ঘোষণাকৃত শেয়ার বিক্রির পর তাদের শেয়ারের পরিমাণ দাঁড়াবে ৩১.৪০ শতাংশে। বিপরীতে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বেড়ে দাঁড়াবে ৬৮.৬০ শতাংশে।

সর্বশেষ ডিএসই-তে ই-জেনারেশনের শেয়ারদর ক্লোজিং হয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়। সেই হিসাবে ঘোষিত শেয়ারের বাজার মূল্য দাঁড়বে প্রায় ১৭ কোটি ৩৬ লাখ টাকা।

ঘোষিত শেয়ারের মধ্যে কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ২ লাখ ৮২ হাজার ৮০ শেয়ার, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান ১০ লাখ শেয়ার, পরিচালক কামরুন নাহার আহমেদ ১০ লাখ শেয়ার এবং কর্পোরেট পরিচালক ই-জেনারেশন সোসিং লিমিটেড ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন।

ই-জেনারেশন ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

শেয়ারনিউজ, ০৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে