ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Sharenews24

রমজানের পবিত্রা লঙ্ঘনের দায়ে শতাধিক দোকান সিলগালা

২০২৪ মার্চ ২৯ ১৬:৪৭:৩০
রমজানের পবিত্রা লঙ্ঘনের দায়ে শতাধিক দোকান সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক : রমজানের পবিত্রতা লঙ্ঘন করার দায়ে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বিভিন্ন শহরে প্রায় শতাধিক দোকান সিলগালা করা হয়েছে। রমজান মাসকে অসম্মান করার কারণে এ ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, পবিত্র রমজান মাসে ইরানিদের জনসম্মুখে খাওয়া, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে, এমনকি গাড়ির ভেতরেও এসব কাজ থেকে বিরত থাকতে হবে তাদের।

এতে আরো বলা হয়েছে, কেউ যদি এ ধরণের কোনো বেআইনি কাজ করে থাকে তাকে ইরানের ইসলামিক দণ্ডবিধির ৬৩৮ ধারা অনুযায়ী রোজার নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্তকে ১০ থেকে ৬০ দিনের কারাদণ্ড বা ৭৪টি পর্যন্ত বেত্রাঘাত শাস্তির সম্মুখীন হতে হবে।

ইরানে এই আইন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশটির সকল মানুষের জন্য প্রযোজ্য।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের প্রায় ১২ বছর পরে ইরানে এই আইনটি বাস্তবায়িত হয়।

শেয়ারনিউজ, ২৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে