ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪
Sharenews24

প্রবল বৃষ্টিতে কারাগার ভেংগে যাওয়ায় পালাল শতাধিক কয়েদি

২০২৪ এপ্রিল ২৫ ২২:৩২:৪০
প্রবল বৃষ্টিতে কারাগার ভেংগে যাওয়ায় পালাল শতাধিক কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি কারাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সুযোগে কারাগার থেকে পালিয়েছে শতাধিক কয়েদি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে রাজধানী আবুজার কাছেই সুলেজা এলাকার ওই কারা ভবনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে কারাগারের একপাশের দেয়াল ভেঙে পড়ে। এই সুযোগে অন্তত ১১৮ জন বন্দী কারাগার থেকে পালিয়ে যায়।

পুলিশ এখন তাদের গ্রেফতারের চেষ্টা করছে। পুরোদমে অভিযান চালাচ্ছে সব জায়গায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদামা দুজা নামের এক কর্মকর্তা জানান, অভিযানে এই পর্যন্ত ১০ জনকে আটক করা গেছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে