ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
Sharenews24

আইপিএলে মুস্তাফিজের জন্য নতুন বার্তা

২০২৪ এপ্রিল ১৫ ১৮:১৭:১২
আইপিএলে মুস্তাফিজের জন্য নতুন বার্তা

ক্রীড়া প্রতিবেদক : চলমান আইপিএলে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাটিতে মুস্তাফিজের কাটার কোনো জবাব নেই ব্যাটসম্যানদের কাছে।

তবে ভক্তদের মনে একটাই শঙ্কা আর কতদিন আইপিএলে খেলতে পারবেন ফিজ। কারণ চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ।

সেই অনুযায়ী, তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাত্র তিনটি ম্যাচ খেলতে পারবেন। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজের জন্য দেশে ফিরতে হবে মুস্তাফিজকে।

তবে বিসিবি বোর্ডের পরিচালক আকরাম খান মনে করেন, জিম্বাবুয়ে সিরিজ না খেলে আইপিএল খেললে মুস্তাফিজের জন্য ভালো হবে।

তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজ থেকে, সেখানে (আইপিএল) খেলে আমার মনে হয় সে আরও অনেক কিছু শিখতে পারবে।

চলমান আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট সংগ্রহ করেছেন মুস্তাফিজ। পার্পল ক্যাপের দৌড়ে বেশ ভালোই আছেন তিনি। তাই দেশের ভক্তরা চায় মুস্তাফিজ পুরো আইপিএল খেলুক।

এর জন্য বিসিবির কাছে আবেদন করতে হবে চেন্নাই সুপার কিংসকে। সময়ই বলে দেবে মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ কী।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে