ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
Sharenews24

মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার খরচ করলো যুক্তরাষ্ট্র

২০২৪ এপ্রিল ১৭ ১৯:৩৪:০৩
মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার খরচ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ‘১৩০টির বেশি হামলা’ঠেকাতে গত ছয় মাসে যুক্তরাষ্ট্র প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো এই কথা বলেন।

অস্ত্রের ঘাটতি পূরণে সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে ডেল টোরো বলেন, ‘ছয় মাস ধরে আমরা মূলত মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের ওপর ১৩০টি সরাসরি হামলা প্রতিহত করেছি। হামলা ঠেকাতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং যুদ্ধ বন্ধের দাবিতে তারা এসব হামলা চালাচ্ছে।

ডেল টোরো আরও বলেন, ‘বর্তমানে আমরা ১০০ কোটি ডলারের অস্ত্র ব্যবহারের শেষ দিকে রয়েছি। একপর্যায়ে এ অস্ত্রের মজুত আমাদের আবার গড়ে তুলতে হবে। অস্ত্রের ঘাটতি পূরণে সক্ষম হতে এবং সাড়ে ছয় মাস ধরে আমরা যে ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আসছি, তা অব্যাহত রাখতে সম্পূরক হিসেবে সরবরাহ করা ২০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ আমাদের নৌবাহিনী ও মেরিন কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং যুদ্ধ বন্ধের দাবিতে তারা এসব হামলা চালাচ্ছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যুক্তরাজ্যও হুথিদের অবস্থানকে লক্ষ্যবস্তু করছে। বেশ কয়েকটি দেশের নৌবাহিনীও এই গোষ্ঠীর আক্রমণ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি টহল জোট গঠন করেছে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে