ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
Sharenews24

শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের সাথে বসবে বিএসইসি

২০২৩ আগস্ট ১৬ ১৪:৫৭:৫৫
শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের সাথে বসবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে বর্তমান পরিস্থিতি থেকে উন্নয়নের লক্ষে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় অ্যাসেটম্যানেজম্যান্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করবে কমিশন। ওই বৈঠকে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, আগামীকাল কমিশন শেয়ারবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান অ্যাসেটম্যানেজম্যান্ট কোম্পানিগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্তু নেওয়া হয়েছে। এর বাহিরেও আরও কোন প্রতিষ্ঠানের সাথে বৈঠকের বিষয়ে এখন পযন্ত আমার জানা নেই।

শেয়ারনিউজ, ১৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে