ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Sharenews24

শ্রমবাজার নিয়ে ওমানের নতুন আইন

২০২৪ মার্চ ২৭ ২৩:২৭:৫৩
শ্রমবাজার নিয়ে ওমানের নতুন আইন

প্রবাস ডেস্ক : ওমানে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

আগামী পহেলা এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে।

বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্যই এই আইন কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল।

ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মতে, নিবন্ধনের পর বাণিজ্যিক কার্যক্রম শুরু করার ১ বছরের মধ্যে বিদেশী বিনিয়োগকারীকে অবশ্যই তার কোম্পানিতে অন্তত একজন ওমানি নিয়োগ করতে হবে।

ওমান সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্যই করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে