ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪
Sharenews24

নিউইয়র্কে গরীবদের জন্য ইন্টারনেট সুবিধা

২০২৪ মে ০৭ ০৬:৫০:০৫
নিউইয়র্কে গরীবদের জন্য ইন্টারনেট সুবিধা

প্রবাস ডেস্ক : নিউইয়র্কে গরীবদের জন্য মাত্র ১৫ ডলারে ইন্টারনেট সার্ভিস দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই সেই ঘোষণা বাস্তবায়িত হবে বলে জানা গেছে।

তবে আপত্তি উঠেছে ইন্টারনেট কোম্পানীগুলোর কাছ থেকে। তাদের যুক্তি ১০ বা ১৫ ডলারে এই সেবা দেওয়া সম্ভব নয়।

স্টেট তাদের সিদ্ধান্তে অনড় থাকায় তারা আদালতের আশ্রয় নেয়। টানা তিন বছর আইনি লড়াইয়ের পর আদালত দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে রায় দিয়েছেন।

আদালতের রায় অনুসারে, দরিদ্র মানুষেরা প্রতিমাসে ১৫ ডলারের বিনিময়ে ইন্টারনেট সুবিধা পাবেন। এই রায় অমান্য করলে কোম্পানীগুলোর বিরুদ্ধে মামলা করা যাবে।

আমেরিকায় অনেক পরিবার রয়েছে যারা তাদের সন্তানদের লেখাপড়ার সহায়তায় ও বাসায় ইন্টারনেট সার্ভিস কিনতে পারেন না।

বর্তমানে শুধু ইন্টারনেট সার্ভিসের গড় খরচ মাসে ১০০ ডলারের কাছাকাছি। অতীতে শহরবাসীদের জন্য এই সার্ভিসকে বিলাসিতার বিবেচনায় দেখা হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেট নিত্য দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে পড়েছে।

স্টেটের তথ্যানুসারে, নিউইয়র্কেই প্রায় ১৩ লাখ মানুষ ইন্টারনেটের খরচ মেটাতে পারছেন না। তারা বিভিন্ন স্টোর, লাইব্রেরী কিংবা পাবলিক প্লেসে গিয়ে ওয়াইফাই সেবা গ্রহণ করছেন।

শেয়ারনিউজ ০৭মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে