ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪
Sharenews24

নিউইয়র্কে চালু হচ্ছে যানজট টোল

২০২৪ মে ০৮ ১১:৩৫:১৯
নিউইয়র্কে চালু হচ্ছে যানজট টোল

প্রবাস ডেস্ক : নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ৩০ জুন মধ্যরাতে চালু হচ্ছে যানজট টোল। প্রায় দুই দশক ধরে অব্যাহত বিতর্ক ও তুমুল আলোচনার পর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথিরিটির প্রধান নির্বাহী জানো লিবার টোল চালুর ঘোষণা দিলেন।

মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথিরিটির প্রধান নির্বাহী বলেন, যেসব গাড়ি পিক আওয়ারে ৬০ ষ্ট্রীট কিংবা তার নিচের দিকে রাস্তা ব্যবহার করবে তাদের দিনে একবার ১৫ ডলার টোল দিতে হবে।

তবে হালকা এবং ভারী ট্রাক-বাসের জন্য ২৪ ডলার থেকে ৩৬ ডলার পর্যন্ত টোল আদায় করা হবে। উবার, লিফট এবং ইয়েলো ক্যবের জন্য টোলে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

টোলের মাধ্যমে যানজট হ্রাসের এমন উদ্যোগ ইউরোপের কয়েকটি দেশে চালু থাকলেও যুক্তরাষ্ট্র এই প্রথম।

যদিও পরিমাপটি যানজট কমানোর উদ্দেশ্যে করা হয়েছে, এটি মটিএ কর্তৃপক্ষের জন্য বার্ষিক রাজস্ব ১ বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে।

আয়ের ৮০ শতাংশ ব্যয় করা হবে শহরের ট্রানজিট ব্যবস্থা-সাবওয়ে এবং বাস পরিষেবাগুলির উন্নতিতে। অবশিষ্ট ২০ শতাংশ মেট্রো উত্তর এবং লং আইল্যান্ড রেলপথের উন্নয়নে ব্যয় করা হবে।

শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে