ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
Sharenews24

সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

২০২৪ এপ্রিল ২৯ ১৯:৫৩:০৬
সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় সিঙ্গাপুরের ল্যাব্রাডর পার্কে বার্ষিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সিঙ্গাপুরে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি প্রবাসী পরিবার স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হল একটি সংগঠন যা বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজির প্রাক্তন ছাত্রদের দ্বারা ২০০৬ সালের প্রথম দিকে গঠন করা হয়েছিল। সংস্থাটি সিঙ্গাপুরে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং বিদেশে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে।

মারজাহান সুমীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন বয়সের শিশু-কিশোরদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা মনে করেন, বিদেশে পয়লা বৈশাখ উদযাপন শুধু উৎসব পালন নয়, বাংলা নববর্ষের সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও।

বৈশাখ উদযাপনের শুরুতে বাঙালি খাবারের প্রধান আকর্ষণ ছিল পান্তা ইলিশ। এছাড়া দেশীয় খাবারের নানা আয়োজন ছিল।

দিনব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিঙ্গাপুর প্রবাসীদের অভিবাসী ব্র্যান্ডের শিল্পীদের গান, স্থানীয় শিল্পীদের গান এবং প্রতিদিনের পরিবেশনা ছিল।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান বলেন, আমরা বিদেশে থাকলেও আমাদের হৃদয় বাংলাদেশে। এভাবেই আমরা আমাদের সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতির চর্চা করুক। বিশ্বের দরবারে আমাদের লাল-সবুজের পতাকা উত্তোলন হোক।

দূর দেশে বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন। কর্মময় জীবনের পাশাপাশি নতুন প্রজন্ম আবার জেগে উঠবে সম্প্রীতির বন্ধনে- এমনটাই প্রত্যাশা সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে