ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪
Sharenews24

নতুন উচ্চতায় ইরান-সৌদি আরব সম্পর্ক

২০২৪ এপ্রিল ২৪ ১০:০৮:২৭
নতুন উচ্চতায় ইরান-সৌদি আরব সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ নয় বছর পর চীনের মধ্যস্থতায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সৌদি আরব ও ইরানের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ৮৫ সদস্যের একটি ইরানি দল ওমরাহ পালনার্থে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তেহরানের প্রধান বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার আগে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জাাননো হয়।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।

২০১৬ সালে একজন শিয়া মুসলিম ধর্মগুরুর ফাঁসি কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। সেই ঘটনার ফলস্বরূপ, তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে এমনকি কূটনৈতিক সম্পর্কও বন্ধ হয়ে যায়।

গত বছরের মার্চে চীন দুই দেশের মধ্যে একটি চুক্তি করে। এরপর দুই দেশের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। গত বছরের ডিসেম্বরে বলা হয়েছিল, সৌদি আরব ওমরাহ পালনে ইচ্ছুক ইরানিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে ওমরাহ যাত্রা বিলম্বিত হচ্ছিল।

ইরানিরা নিয়মিতভাবে হজ আদায় করে থাকলেও ওমরাহ পালনে তাদের সমস্যা ছিল। এবার নয় বছর পর সেই বাধা দূর হলো।

শেয়ারনিউজ, ২৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে