ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত: অর্থ প্রতিমন্ত্রী

২০২৪ মার্চ ১০ ১৭:৩৬:১৮
শেয়ারবাজারের কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে একজন করে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এজন্য তিনি তালিকাভুক্ত কোম্পানিতে একজন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের আহ্বান জানিয়েছেন।

রোববার (১০ মার্চ) রাজধানীর নিকুঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, আইএফসির সোশ্যাল অ্যান্ড গভার্নেস অফিসার লোপা রহমান সহ বিভিন্ন নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের ক্ষমতায়নে খুবই আন্তরিক। আমি যখন ১০ বছর আগে প্রথম পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার্জি ও পাওয়ার সেক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে কাজে লাগিয়েছেন। নারীদের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ওয়াসিকা আয়শা খান নারীদের উদ্দেশ্যে বলেন, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনারা ব্যতিক্রম কিছু করার ক্ষমতা রাখেন। রাজনীতি, শিক্ষাসহ সব ক্ষেত্রে লজ্জা ত্যাগ করতে হবে নারীদের। আপনাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে। আপনারা প্রত্যেকেই বিভিন্ন সেক্টরে মডেল হওয়ার যোগ্যতা রাখেন।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমি যখন ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগদান করি তখন দেখেছি ঢাবিতে ভর্তি পরীক্ষায় ছেলেরা ৫৫ শতাংশ চান্স পেয়েছিল। আর নারীরা চান্স পেয়েছিল ৪৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে দেখলাম একই ভর্তি পরীক্ষায় ছেলেরা চান্স পেয়েছে ৪৮ শতাংশ, নারীরা চান্স পেয়েছে ৫২ শতাংশ। এই থেকেই বোঝা যায় মেয়েরা এগিয়ে যাচ্ছে।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে