ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪
Sharenews24

সূচক টেনে তুলতে চেয়েছে ৭ কোম্পানির শেয়ার

২০২৪ এপ্রিল ২৫ ১৬:১২:২৫
সূচক টেনে তুলতে চেয়েছে ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহরে শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শেয়ারবাজারে পতন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৬০ পয়েন্টর বেশি। এমন পতনের দিনেও সূচক টেনে তুলতে চেয়েছে ৭ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- কোহিনুর কেমিক্যালস, এডিএন টেলিকম, গ্রামীণফোন, আইটি কনসাল্ট্যান্টস, ওরিয়ন ইনফিউশন, প্রিমিয়ার সিমেন্ট এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে ডিএসইর সূচকের পতন কমেছে সাড়ে ৯ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক টেনে তুলতে চাওয়ার ভুমিকায় শীর্ষ কোম্পানি ছিল কোহিনুর কেমিক্যালস। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ৪২ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন কমেছে ৩.২৪ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক টেনে তুলতে চাওয়ার ভুমিকায় দ্বিতীয় কোম্পানি ছিল এডিএন টেলিকম। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন কমেছে ১.৬১ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন কমিয়েছে গ্রামীণফোন ১.৫৬ পয়েন্ট, আইটি কনসাল্ট্যান্টস ০.৯০ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশন ০.৮৩ পয়েন্ট, প্রিমিয়ার সিমেন্ট ০.৭৭ পয়েন্ট এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড ০.৭৫ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে