ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪
Sharenews24

আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা

২০২৪ এপ্রিল ২৩ ০৯:৪৯:৩৬
আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ এপ্রিল) তাপমাত্রা খানিকটা কমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।

চলতি এপ্রিলের বাকি সময়টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে বৃষ্টির সম্ভাবনা নেই আজ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা-যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দক্ষিণের জনপদ যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

ওইদিন রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরে নগরীর সর্বোচ্চ তাপমাত্রা। রোববার রাজধানীর তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা কমে হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে