ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪
Sharenews24

ব্যাপক দরপতেনও আলো ছড়ালো ২ কোম্পানি

২০২৪ মে ২৩ ১৭:০২:২২
ব্যাপক দরপতেনও আলো ছড়ালো ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ ২৩ মে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এই দরপতনের মধ্যে আলো ছড়িয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- নিউলাইন ক্লোথিংস এবং অ্যাকটিভ ফাইন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে বস্ত্র খাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংসের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ২০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন কোম্পানিটির ১২ হাজার ৮২০টি শেয়ার ২৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১০৯ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাকটিভ ফাইনের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন কোম্পানিটির ৩৮ লাখ ৭ হাজার ৬৭২টি শেয়ার ১ হাজার ৪৬০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকা।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ২৩৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৯০ কোটি ৯৯ লাখ টাকা।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে